Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিষ্ঠানের নাম
এনজিও ব্রাক ব্রাঞ্চ
প্রতিষ্ঠানের ধরণ
এনজিও
শাখার নাম

কিশোরগঞ্জ সদর উপজেলাধীন এর আওতায় করমূলী গ্রামের জনগোষ্ঠির মাধ্যমে গড়ে উঠেছে ব্রাক অফিস ব্রাঞ্চ। সাধারণ জনগোষ্ঠির মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। ফলে মানুষের সুবিধার জন্য গভাদী পশু ঋন, হাঁস মুরগী ঋণ, প্রদান ইত্যাদি করে আসছে। ব্রাক ব্যাংক লিমিটেড (BRAC Bank Limited) বাংলাদেশের স্বায়ত্বশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত; বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে 'বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-২০০৯' পদক অর্জন করেছে।যাক (ইংরেজি: BRAC) একটি বাংলাদেশী সাহায্য সংস্থা। ২০১২ সালের নভেম্বরেরর পরিসংখ্যান অনুযায়ী কর্মী ও সাহায্যপ্রার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে এটি পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা।[১][২][৩][৪] এটি পূর্বে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন এ্যাসিস্ট্যান্স কমিটি নামে পরিচিত ছিল যা বর্তমানে বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি নামে পরিচিত। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বাংলাদেশ ছাড়াও বর্তমানে আফগানিস্তান, শ্রীলংকা সহ বেশ কয়েকটি দেশে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত আছে। প্রতিষ্ঠানটির ৮০% কর্মকাণ্ডই চলে নিজেদের অর্থায়নে।

ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক ব্যাংক ব্র্যাকের একটি অঙ্গসংগঠন।

এই ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে:

  • এসএমই ব্যাংকিং
  • বাণিজ্যিক ব্যাংকিং
  • কার্ড পরিসেবা (ডেবিট ও ক্রেডিট )
  • কর্পোরেট পরিসেবা
  • কনয্যুমার লোন
  • এটিএম পরিসেবা
  •  
  • শাখা এবং অন্যান্য কর্মকান্ড
  • ব্যাংকটির বর্তমানে (সেপ্টেম্বর, ২০১৭)
    শাখা = ১৮৬ টি
    এস এম ই ইউনিট অফিস = ৪০০+ টি
    রেমিটান্স ডেলিভারি পয়েন্ট = ১৮০০ টি [৫]
    এটিএম বুথ = ৩৫০+ টি
ঠিকানা

মারিয়া ইউনিয়ন, করমূলী, কিশোরগঞ্জ সদর

প্রতিষ্ঠান প্রধানের নাম
মোঃ ফরিদ উদ্দিন
পদবি
ম্যানেজার
মোবাইল