কিশোরগঞ্জ সদর উপজেলাধীন এর আওতায় গড়ে ওঠে ০৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ যৌক্তিকভাবেই স্থানীয় সরকার এর একক হিসেবে স্বীকৃত। তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদনের জন্য ক্রমশই ইউপিকে বেশি করে দায়িত্ব ও সহায়তা দেয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সচিবসহ সচেতন নাগরিকদের পরামর্শের ভিত্তিতে এবং ইউপিজিপির সার্বিক সহযোগিতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড সভার মাধ্যমে সকল শ্রেণীর জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের ফলে এলাকার সমস্যা নির্ধারণ, চাহিদা ও সম্পদসমূহ নিরুপন করা হয়। যেখানে প্রতিটি ওয়ার্ড সভায় আমি নিজে উপস্থিত থেকে এ কাজগুলো করেছি।
ইউনিয়নের নয়টি ওয়ার্ডের উম্মুক্ত সভায় জনসাধারনের চাহিদা অনুযায়ী প্রকল্প প্রস্তাবসমূহ পর্যালোচনার পর ইউনিয়ন পরিষদের সাধারণ সভায় বাছাইকৃত উন্নয়নমূলক প্রকল্পসমূহের পাঁচ বছর মেয়াদী বাস্তবায়ন পরিকল্পনা তৈরী করা হয়। ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকান্ডে জড়িত সংশ্লিষ্ট সরকারি দপ্তর হতে প্রাপ্ত তথ্যাদি ও উন্নয়ন পরিকল্পনার সমন্বয়ে অত্র ইউনিয়নের পরিকল্পনা প্রণয়ন করা হয়।
পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা বইটি তৈরী করার জন্য কর্মশালার মাধ্যমে পরিকল্পনা সমন্বয়ে কমিটি (পিসিসি) গঠন করা হয়। পরিকল্পনা সমন্বয় কমিটির (পিসিসি) সার্বিক সহযোগীতায় এ ধরণের একটি পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করতে পেরেছি। এ পরিকল্পনা বইটি একটি যুগান্তকারী মাইল ফলক হিসেবে চিহিৃত হয়ে থাকবে। এর মাধ্যমে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ আরো বেশী গতিশীল, শক্তিশালী ও জবাবদিহিমূলক হবে। কর আদায় ও স্থানীয় সম্পদের ব্যবহার নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি। দীর্ঘ মেয়াদী এ পরিকল্পনাটি ইউনিয়নের জণগণের মৌলিক চাহিদা পূরণে সক্ষম হবে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও হতদরিদ্রদের দুটো বিষয়ই গুরুত্ব দিয়ে বইটি প্রণয়ন করার চেষ্ঠা করা হয়েছে।
বিশ্বায়নের এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর হয়ে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকার কর্তৃক নির্দেশিত ইউনিয়ন পরিষদের ৩৯টি কার্যাবলীর মধ্যে প্রথমটিই হলো পঞ্চবার্ষিকী উন্নতয়ন পরিকল্পনা। ওয়ার্ড সভার মাধ্যমে জনগণের নিকট হতে প্রাপ্ত চাহিদা থেকেই আমরা জনকল্যাণমুখী একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০১৬-২০১৭ অর্থ বছর হতে ২০২০-২০২১ অর্থ বছর পর্যন্ত বই আকারে প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। আশা করি এ পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা বইটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর আলোকে ইউনিয়নের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা পালন করবে।
আশাকরি পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকাবাসীর স্ব-স্ব কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা হ্রাস, অবকাঠামো প্রসারণ, আধুনিক সেচ ব্যবস্থা, কৃষিক্ষেত্রে সমৃদ্ধি অর্জন, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি, লিঙ্গ ভিত্তিক বৈষম্যতা হ্রাসসহ সরকারের এসডিজি বাস্তবায়নে ফলপ্রসূ ভূমিকা রাখবে।
পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ণে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের কৃতজ্ঞতার মাঝে আবদ্ধ করেছে। ইউপিজিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস