Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন কৃষি অফিস
বিস্তারিত
কৃষি বাংলায় আপনাকে স্বাগতম

´কৃষিবাংলা ডট কম´ এ আপনাকে স্বাগতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রযুক্তিগত সহযোগিতায় এ ওয়েব সাইটটি তৈরী করা হয়েছে। দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ও কৃষি সংশ্লিষ্ট সকলের কাছে কৃষিতথ্য সহজলভ্যকরণের লক্ষ্যে ইনিশিয়েটিভ ফর টোট্যাল রিফর্ম (আইটিআর) গত ২০০৮ সালে বেসরকারী খাতে বাংলা ভাষায় এ বৃহত্তম কৃষি বিষয়ক ওয়েব সাইটটি চালু করে। গ্রিন সেভার্স দেশে পরিবেশ ও নগর কৃষি উন্নয়নে জনহিতকর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন বছরের শুরুতে ‘কৃষিবাংলা ডট কম’ বৃহত্তর কলেবরে কৃষি ও পরিবেশ বিষয়ক তথ্য, প্রযুক্তি ও সেবা প্রদানকারী একটি টেকসই ওয়েব সাইট হিসেবে আত্নপ্রকাশ করেছে। ইনিশিয়েটিভ ফর টোট্যাল রিফর্ম (আইটিআর) ও গ্রিন সেভার্স যৌথভাবে ‘কৃষিবাংলা ডট কম’ পরিচালনা করছে।

label.column.field_office_cism

কি সেবা কিভাবে পাবেন

 

সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ। 
 ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
 সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
 নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
 বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
 কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
 কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ঠিকানা।
 বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।
 অন্যান্য তথ্য যেমন:

  • পোল্ট্রি ফার্ম
  • মাছের খামার
  • গবাদীপশু
সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

    সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
    কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
    কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
    চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
    কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
    সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
    উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
    সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
    সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
    কৃষি বাণিজ্যিকী করন
    কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার

সাধারণ তথ্য
বিভিন্ন ধরণের বীজঃ
ফসল চাষের জন্য আমরা বিভিন্ন নাম ও গুনাগুন সম্বলিত বীজ ব্যবহার করে থাকি। ভাল ফলন পেতে হলে এ ধরণের বীজ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার।

মৌল বা প্রজনন বীজ ( Breeder seed )- উদ্ভিদ প্রজননের নিয়ম কানুন পালন করে প্রজননকারী বিজ্ঞানী দীর্ঘ দিনের পরীক্ষা নিরীক্ষার পর যখন কোন একটি শস্যের জাতকে খুব ভাল মনে করেন তখন সে শস্যের বীজকে প্রজনন বীজ বলা হয়। বীজ উদ্ভাবন বা অবমুক্তায়নকারী প্রতিষ্ঠান সাধারণত  সীমিত  পরিমানে এ ধরণের বীজ উৎপাদন করে থাকে। সংশ্লিষ্ট বিজ্ঞানীর তত্বাবধানে উক্ত ফসলের প্রকৃত গুনাগুন বজায় রেখে এ বীজ উৎপাদন করা হয় এবং ভিত্তি বীজ উৎপাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে মৌলবীজ প্রদান করা হয়। এ ধরণের বীজ সাধারন বাজারে সরবরাহ করা হয় না।

ভিত্তি বীজ ( Foundation seed  ) -  মৌল বীজ বা প্রজনন বীজ হতে উৎপন্ন বীজকে ভিত্তি বীজ বলা হয়। এ ধরনের বীজ উৎপাদনের সময়ও উদ্ভিদ প্রজননের সকল নিয়ম ও সতর্কতা পালন করা হয়। ফলে এ বীজের আদিগুন ও বিশুদ্ধতা বজায় থাকে। ভিত্তি বীজ    নিয়ন্ত্রিত ভাবে উৎপাদন করা হয় এবং সাধারণত বাজারে বা কৃষকদের কাছে সরাসরি বিক্রয় করা হয় না। প্রত্যায়িত বীজ   উৎপাদনকারীদের নিকট এ বীজ সরবরাহ করা হয়।  
প্রত্যায়িত বীজ ( Certified seed  ) -  ভিত্তি বীজকে ক্রমান্বয়ে খুব বেশী পরিমানে বৃদ্ধি করলে যে বীজ পাওয়া যায় তাকে প্রত্যায়িত বীজ বলা হয়। প্রত্যায়িত বীজ মানেই সার্টিফিকেট প্রাপ্ত বীজ। বীজের মান পরীক্ষা করে সরকারীভাবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান  এ সার্টিফিকেট দিয়ে থাকে। প্রত্যায়িত বীজ উচ্চ  মানসম্পন্ন বীজ হিসেবে পরিচিত অর্থাৎ বীজের গজানোর ক্ষমতা, বিশুদ্ধতা এ সব গুনাগুন পরীক্ষিত এবং নির্দিষ্ট মানসম্পন্ন।
মানঘোষিত বীজ (Truthfully labeled seed ) - বাংলাদেশের বীজ বিধিতে উপরোক্ত বীজ সমূহ (মৌল, ভিত্তি, প্রত্যায়িত) ছাড়াও এ মানঘোষিত বীজ বিপননের অনুমোদন দেয়া আছে। মানঘোষিত বীজ বিক্রয় করতে চাইলে প্যাকেটের গায়ে বীজের মানের উল্লেখ  থাকতে হবে। ঘোষিত মান অপেক্ষা প্যাকেটের বীজের মান খারাপ হলে শাস্তি- প্রদানের বিধান রয়েছে।  
উচ্চ ফলনশীল বীজ (High yielding seed) - উচ্চফলনশীল কথাটি সংক্ষেপে উফশী নামেও পরিচিত। এই ধরনের বীজ উচ্চ বা বেশী ফলন দেয়। তবে উফশী শব্দ দিয়ে বীজের অন্যান্য গুন যেমন- গজানোর ক্ষমতা, বিশুদ্ধতা এসব বোঝানো হয় না।
উন্নত বীজ (Quality seed) - স্থানীয় জাতের মধ্য থেকে বেছে ভালো গুণসম্পন্ন জাত বের করে ওই জাতের উন্নত বীজ পাওয়া যায়। উন্নত বীজ বলতে অধিক গজানোর ক্ষমতাসম্পন্ন , বিশুদ্ধ, রোগ ও পোকার আক্রমণের মাত্রা কম ইত্যাদি ভালো গুণের বীজকে বোঝায়।
হাইব্রিড বীজ (Hybrid seed) - একই ফসলের এক জাতের পুরুষ ও অন্য জাতের স্ত্রী ফুলের মিলনে যে সব নতুন জাত পাওয়া যায় তার মধ্যে কোন কোনটি তাদের বাবা-মা এর ভালগুনাবলী থেকেও উন্নত। এ ধরণের বীজকে হাইব্রিড বীজ বলা হয়। তবে হাইব্রিড বলতেই যে উন্নতমানের বীজ হবে তা নয়। হাইব্রিড বীজ চাষাবাদ করে অধিক ফলন পাওয়া গেলেও তা থেকে পরবর্তী মৌসুমে চাষ করার জন্য বীজ রাখা যাবে না। প্রতি বছরই নতুন হাইব্রিড বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে থেকে সংগ্রহ করতে হবে।
label.column.field_projects

কৃষি

আমাদের অর্থনীতিতে কৃষির অবদান অনস্বীকার্য। কৃষকদের প্রায় প্রতিদিনই বীজ, ফসল ও জমি সংক্রান্ত কোনো না কোনো সমস্যায় পড়তে হয়। সর্বসাধারণকে তথ্য ও আনুষঙ্গিক সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে কৃষকদেরকে যথাসময়ে সঠিক তথ্য সরবরাহ করার উদ্দেশ্যেই জাতীয় ই-তথ্যকোষের কৃষি পাতাটি। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের তৈরি ও প্রকাশিত গবেষণাধর্মী কৃষিবিষয়ক তথ্যাদি স্বতঃস্ফূর্তভাবে পরিবেশন করে তথ্যকোষের কৃষি বিভাগকে সমৃদ্ধিতে সহায়তা করেছেন। এই বিভাগে কৃষিবিষয়ক তথ্যাদি টেক্সট, অডিও, ভিডিও, এনিমেশন এবং ছবি আকারে পাওয়া যাবে।

যোগাযোগ

মোঃ আমিনুল ইসলাম

উপ সহকারী কৃষি কর্মকর্তার অফিস

মারিয়া ইউনিয়ন কমপ্লেক্স ( ব্লক অফিস)

মারিয়া, কিশোরগঞ্জ সদর।

মোবাইলঃ ০১৭১৬৪১২৬৩৩