ফাইল ছবি |
আমদানিতে বাড়তি শুল্ক আরোপের পর বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা। তবে বাজারে অন্য নিত্যপণ্যের দাম প্রায় স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা বাজারের বিক্রেতারা। অসাধু ব্যবসায়ীরা কারিসাজি করলে যে কোনো সময় চালের দাম আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৬ জুলাই) রাজধানীর শ্যামবাজারে পাইকারি বাজারের বিক্রেতারা জানালেন, তেল, ডাল, আটাসহ অন্য নিত্যপণ্যের বাজার দর প্রায় স্বাভাবিক রয়েছে।
শ্যামবাজারের কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে, ছোলার কেজি ৭০ টাকা, মসুর ডাল ৮৫ টাকা, সয়াবিন তেল ৮৮ টাকা, পামওয়েল ৭৫ টাকা ও আটা দুই কেজির প্যাকেট বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
পাইকারি ও খুচরা ব্যবসায়ী বাবুল সাহা বলেন, মসুরের ডাল সপ্তাহ শেষে ১-২ টাকা বেড়েছে। অন্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। তবে রোজার পর ছোলার চাহিদা কমে যাওয়ায় দাম আরও কমতে পারে।
নিত্যপণ্যের মধ্যে ভাতের চালের দাম সপ্তাহ শেষে বেড়েছে ২-৩ টাকা। আর পোলাও চালের দাম বেড়েছে অন্তত ৫ টাকা। মিনিকেট সপ্তাহ শেষে ৩ টাকা বেড়ে হয়েছে ৫৬ টাকা, স্বর্ণা ৪০ থেকে বেড়ে ৪২ টাকা, ২৮ নম্বর হিসেবে পরিচিত চাল ৩ টাকা বেড়ে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আর চিনিগুঁড়া চাল বিক্রি করছেন ৯০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৮৫ টাকা।